,

লন্ডনের মাটিতে বাংলার নারীদের ভোটের লড়াই বাংলাদেশী বংশোদ্ভূত ৩ নারী এমপি নির্বাচিত

মুস্তাক আহমেদ, লন্ডন থেকে ॥ লন্ডনের মাটিতে ভোটের লড়াইয়ে বাংলার নারীদের জয়জয়কার। নারীরা এখন শুধু বাংলাদেশে নয় তার আন্তজার্তিক পর্যায়ে ভোটের লড়াইয়ে জয় লাভ করে আমাদের গর্ব ও অহংকারকে বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন। এবং নতুন ব্রিটিশ ৩ এমপি আমাদের অহংকার ও ইতিহাস গড়ে দিলেন। ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। তিনি ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় পান রুশনারা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন আট হাজার ৭০ ভোট। বাঙ্গালি অধ্যাষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে নির্বাচন করেন তিনি, এর আগে ২০১০ সালে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তবে কোয়ালিশন সরকার ইরাকের আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। যুদ্ধ কোনো সমাধান নয় বলেই মনে করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের (যুক্তরাজ্য) এমপি নির্বাচিত হয়েছেন। ব্রিটেনের সাধারণ নির্বাচনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিজয়ী হয়েছেন রুপা হক। এ জয়ের মাধ্যমে তিনি ব্রিটেন পার্লামেন্টে জায়গা করে নিলেন। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের প্রতিনিধিত্ব করবেন। এর আগে লন্ডনের ইলিংবরার ডেপুটি মেয়র ছিলেন রূপা হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের (যুক্তরাজ্য) এমপি নির্বাচিত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় লন্ডনের কেমডেন ভোট গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসার টিউলিপকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। তিনি সে দেশের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউলিপ মোট ২৩৯৭৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি দলীয় (কনজারভেটিভ দল) প্রার্থী সায়মন মারকাসের চেয়ে ১,১৩৮ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। ফল ঘোষণার সময় গণনা কেন্দ্রে টিউলিপের মা শেখ রেহানা, ভাই রেজোয়ান সিদ্দিক ববি, বোন রূপন্তী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সম্পাদক ও টিউলিপের অন্যতম প্রধান নির্বাচনী ক্যাম্পেইনার আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজনীতিক জামাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে, ফলাফল ঘোষণার পর টিউলিপের মা শেখ রেহানা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর মেয়ে। শেখ হাসিনার বোন। টিউলিপের মা, আমি গর্বিত।’ এছাড়া ব্রিটেনের সাধারণ নির্বাচনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিজয়ী হয়েছেন রুপা হক। এ জয়ের মাধ্যমে তিনি ব্রিটেন পার্লামেন্টে জায়গা করে নিলেন। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের প্রতিনিধিত্ব করবেন। এর আগে লন্ডনের ইলিংবরার ডেপুটি মেয়র ছিলেন রূপা হক। বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী রূপা হক পেয়েছেন ২২ হাজার ২ ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭০১ ভোট।


     এই বিভাগের আরো খবর