,

মৌলভীবাজারে ফলের ডালি নিয়ে করোনা আক্রান্তের বাসা লকডাউন

সংবাদদাতা : মৌলভীবাজারে ফলের ডালির সাথে শুভেচ্ছা বার্তা নিয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের বাসায় লকডাউন করলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন। করোনায় আক্রান্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের প্যথলজি টেকনিশিয়ানের বাসা আজ সোমবার (৪ মে) দুপুরে লকডাউন করা হয়েছে। আক্রান্ত নারীর বাসা শহরের শ্রীমঙ্গল রোডের বাসস্ট্যান্ড এলাকায়। বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ শরীফুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ড এলাকার করোনা আক্রান্ত ওই নারীর ফ্ল্যাটটি লকডাউন করা হয়েছে। এছাড়া পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইন নির্দেশনা দেয়া হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, সেজন্য একটি শুভেচ্ছা বার্তার সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ডালি উপহার দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে এতে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক জানান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ জনা দশজনের একটা টিম। এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক তার ফেসবুক টাইমলাইনে লিখেন- ‘বিপদ ক্রমেই সমাসীন হচ্ছে। যে ল্যাবে করোনার কালেকশন হতো, আজ তারই একজন সদস্যা করোনা পজিটিভ। ঘরের মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। এতদিন অপরিচিত মানুষদের নিয়ে কাজ করেছি। আজ একেবারে আমাদেরই ডেরায় হানা দিলো করোনা। আমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ মিলে জনা দশেকের একটা টিম গিয়ে সেই বাড়িটি লকডাউন করে আসলাম। কথা বলে আসলাম আমাদের সহকর্মী ও তার স্বামীর সাথে। একটু ভেঙে পড়েছেন মনে হলো। কিন্তু এখন তো উঠে দাঁড়াবার সময়। এতদিন অন্যকে বাঁচানোর কাজ করেছেন। আজ তাকে যে তারই বেঁচে ওঠার দায়িত্ব নিতে হবে। অবশ্য সে দায়িত্ব যতখানি তার, তার চেয়েও বেশি যেন হয় আমাদের সকলের। তার নিকটজনরা অন্তত আগামী চৌদ্দ দিন সৌহার্দ ও সহমর্মিতা নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন তার পাশে থাকেন এটাই আমার সনির্বন্ধ মিনতি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা সমেত ফলের ডালি দিয়ে অবশেষে আমরা বিদায় নিলাম।


     এই বিভাগের আরো খবর