,

মৌলভীবাজার সদর হাসপাতালের কার্যক্রম সীমিত করা হয়েছে

সংবাদদাতা :  জেলাজুড়ে একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম সীমিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ।

তিনি জানান, আগামী ৭ মে থেকে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এই হাসপাতালে সীমিত সেবা চালু থাকবে। এই হাসপাতালের চিকিৎসকসহ ১০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, জরুরী বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেসন এবং ডায়ালাইসিস সেবা চালু থাকবে। গর্ভবতী মহিলাদের জন্য মৌলভীবাজারের মা ও শিশু কেন্দ্র (মাতৃমঙ্গল) হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালের ৪জন চিকিৎসক ও ৬ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪জন। এদের মধ্যে পুলিশ ও স্বাস্থকর্মীর সংখ্যাই বেশী। মৃত্যুবরণকারী দুইজন। তবে এখন পর্যন্ত কেউ আরোগ্য লাভ করেননি।


     এই বিভাগের আরো খবর