,

সৌদি আরবে প্রতিদিন ৮২টি তালাক

সময় ডেস্ক ॥ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ সৌদি আরবে তালাকের সংখ্যা দিনদিন বাড়িয়ে দিচ্ছে। সরকারি সমীক্ষা অনুযায়ী সৌদি আরবে প্রতি বছর ৩০ হাজার তালাক সংঘটিত হয়। আর প্রতিদিন ৮২টি তালাক সংঘটিত হয়। খবর আরব নিউজের। সৌদির বিচার মন্ত্রণালয়ের সমীক্ষা অনুযায়ী দেশটিতে ২০১৪ সালে ৩৩ হাজার ৯৫৪ টি তালাক সংঘটিত হয়েছে। এর মধ্যে মক্কায় সব চেয়ে বেশি ৯হাজার ৯৫৪টি তালাক সংঘটিত হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেদ্দা, প্রতি বছর ৫হাজার ৩০৬টি তালাক সংঘটিত হয় জেদ্দায়। সৌদির ফাদিল আল ওমানি নামে এক গবেষক তালাক বৃদ্ধির জন্য ১০টি প্রধান কারণ বের করেছেন। এর মধ্যে সামজিক যোগাযোগের মাধ্যমে ইন্টারনেটের অপব্যবহার অন্যতম। বিশেষ করে নববিবাহিতদের মধ্যে এটি প্রখরভাবে প্রভাবিত বিস্তার করে। এছাড়া পারস্পরিক বোঝাপড়ার অভাব, সাংস্কৃতিক ও শিক্ষাগত ব্যবদান, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক অবহেলাকে দায়ী করেছেন ফাদিল। আর্থিক লাভের জন্য অতিরিক্ত সময় দেওয়া পারিবারিক জীবন ভেঙ্গে দিচ্ছে বলে তিনি জানান। সৌদির পারিবারিক পরামর্শক দাতা ডাঃ মুসফির আল মালিস জানান, সৌদিতে পারিবারিক বিচ্ছিন্নের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ২৫ শতাংশ দায়ী। ২০ শতাংশ সংসার ভাঙ্গে সামাজিক মাধ্যমে অনৈতিক ছবির প্রভাবে। দেশটির সামাজিক বিশেষজ্ঞ বদর আল মুতাওয়া বলেন, ‘সরকার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে ব্যবহারে দিকনির্দেশনা দিতে হবে। বিয়ের আগে তাদের মধ্যে একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে এ তালাকের হার কমে আসবে। এছাড়া এ সমস্যা শুধু সৌদি আরবের সমস্য নয় এটি একটি বৈশ্বিক সমস্যা। আর এর পেছনে সামাজিক অবক্ষয় জড়িত রয়েছে। এই সমস্যা সমাধানে ধর্মীয় নেতারা বিশেষ ভূমিকা রাখতে পারে।


     এই বিভাগের আরো খবর