,

করোনা যোদ্ধে জয়ী হয়ে কর্মস্থলে ফিরছেন লাখাইয়ের কৃতি সন্তান ডা.মঈনুল

সূর্য্য রায় লাখাই : হবিগঞ্জের  সদর হাসপাতালের করোনায় আক্রান্ত চিকিৎসক ডা.মোঃমঈনুল ইসলাম সুস্থ হয়েছেন। গত, ২১ এপ্রিল দায়িত্ব পালন কালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।বানিয়াচং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর ডাক্তার মোঃমঈনুল ইসলাম সংযুক্তিতে হবিগঞ্জ  আধুনিক সদর হাসপাতালে দায়িত্বপালন করে আসছিলেন। হবিগঞ্জ  জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা,৭ মে ডা.মোঃমঈনুল ইসলামের শরীর থেকে তৃতীয়বারের মতো নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার,শেরে বাংলা নগর ঢাকাতে প্রেরন করা হয়।যার ফলাফল নেগেটিভ এসেছে। গত ২১ এপ্রিল  তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলে জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে আইসোলেসনে থেকে চিকিৎসা নেন। গত ২ মে দ্বিতীয় দফার তার নমুনাে সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হলে নেগেটিভ ফলাফল আসে। লাখাই উপজেলার করাব গ্রামের কৃতি সন্তান ডা.মোঃমঈনুল ইসলাম বগুড়া মেডিকেল থেকে  এম.বি.বি.এস পাশ করে ৩৯তম বিসিএস এর মাধ্যমে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করে।সদর হাসপাতালের ফ্লু কর্নারে জ্বর-সর্দি- কাশিতে ভোগা রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন বলে ধারণা করেন।তার অসুস্থতাকালে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করে পুনরায় চিকিৎসা সেবায় ফেরার অপেক্ষায় আছেন।


     এই বিভাগের আরো খবর