,

ত্রিপুরাতে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন সাংবাদিক দীপংকর

স্টাফ রিপোটার :  করোনার পরিস্থিতিতে যখন বিশে^র সবকিছু অচল, মানুষ যখন প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হচেছ না । করোনার কারনে কর্মহীন হয়ে পরেছে একটি বিশাল অংশ। তখনি ভারতের বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরার একজন তরুন কবি ও সাংবাদিক দাঁড়িয়েছেন সেখানকার অসহায় ও দুস্ত শিশুদের পাশে। শিশুদের হাতে তুলে দিচ্ছেন ফল ও খাদ্য। শহরের ভিতরে পথচারী শিশুদের গত ৭ দিন যাবত এই কাজ করছেন তিনি। সাংবাদিক দিপংকর দেব জানান, সাংবাদিকতা করতে গিয়ে দেখেছেন এই কঠিন সময়ে বড়দের পাশপাশি শিশুরা খাদ্য সমস্যায় ভুগছেন। অনেক শিশু ফুটপাতে কাজ করছে। তাদের কথা চিন্তা করে তিনি এ উদ্যোগ নেন। তার কাজ থেকে যুক্ত হন সমাজসেবক আশীষ পাল। সবাই এই কঠিন সময়ে এগিয়ে আসলে কোন শিশু অভুক্ত থাকবে না।


     এই বিভাগের আরো খবর