,

বানিয়াচংয়ে ৭ দাঙ্গাবাজকে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল ও ৩ মোটর সাইকেল চালককে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে ৭ দাঙ্গাবাজকে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল ও ৩ মোটর সাইকেল চালককে অর্থদন্ড করা হয়েছে। ১৭ মে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার উপজেলার কাগাপাশা গ্রামের ৭ গ্রাম্যদাঙ্গাবাজকে এদন্ডাদেশ দেন। এছাড়া বানিয়াচং-হবিগঞ্জ সড়কে চলাচলকারী ৩ মোটর সাইকেল চালককে অর্থদন্ড করেন সহকারি কমিশনার (ভূমি) ইফাদ জাহান উর্মী। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেন গ্রাম্য দাঙ্গা একটি মরণব্যাধি টেটা ফিকল রামদাসহ দেমীয় অস্ত্রের আঘাতে অকালে বহু তাজা প্রাণ ঝরে যায়। এলাকা থেকে দাঙ্গারোধ করতে প্রথমবারের মতো ৭ দাঙ্গাবাজকে ১৫ দিনের কারাদন্ড প্রদান  করা হলো । ভবিষ্যতে দাঙ্গার সাথে জড়িতদের বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য ১৬ মে শনিবার রাতে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে ৯ দাঙ্গাবাজকে থানা পুলিশ গ্রেফতার করেছিল। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ৭ জনকে জেল ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় খালাস প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর