,

হবিগঞ্জের নতুন ব্রীজ এলাকার বাসিন্দাদের বসবাস ময়লা আবর্জনা আর দুর্গন্ধের মাঝে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের মধ্যে দিয়ে বসবাস করতে হচ্ছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তরে আসা যাত্রী ও জন সাধারণ। ঢাকা-সিলেট মহা সড়কে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তরে সরকারি শৌচাগারের ট্যাংকিগুলো ভেঙ্গে ময়লা-আবর্জনাগুলোর উপর দিয়ে প্রবাহিত হলেও ব্যবস্থা নিচ্ছে না কেউ। যার ফলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে আসা বিভিন্ন ডিস্ট্রিকের জনসাধারণ ও যাত্রীদের দুর্গন্ধ ও আবর্জনার মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে। দীর্ঘদিন যাবত ঐ ট্যাংকিগুলো ভেঙ্গে ময়লাগুলি রাস্তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর দুর্গন্ধে দূষিত হচ্ছে পুরো এলাকা। স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে শৌচাগারটি প্রায় ২ বছর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি বছরে ৮০ হাজার টাকা বাবদ লীজ আনেন চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নের উলুকান্দি ও উবাহাটা গ্রামে নূর আলী ও দুলাল মিয়া। দীর্ঘদিন ধরে তাদের লীজ আনা শৌচাগারটির ট্যাংকি ভেঙ্গে ঐ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে কিন্ত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা আরো জানান, নতুন ব্রীজে আসা বিভিন্ন ডিস্ট্রিকের হাজারো জনগণের কথা চিন্তা করে ও এলাকার পরিবেশ রক্ষার্থে যত দ্রুত সম্ভব প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। নয়তো তারা এলাকার পরিবেশ রক্ষা ও জনসাধারণের চলাফেরার জন্য আন্দোলনের হুশিয়ারি দেন।


     এই বিভাগের আরো খবর