,

নবীগঞ্জে শ্রিমতপুর গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করলেন এডভোকেট সুলতান মাহমুদ

আলী হাছান লিটন : নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শ্রিমতপুর গ্রামে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ। আজ, ২১ মে (বৃহস্পতিবার) দুপুরে তার নিজ গ্রাম শ্রিমতপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৮০টি পরিবারের মাঝে তিনি ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা উপহার হিসেবে প্রদান করেছেন। এ সময় শ্রিমতপুর গ্রামের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছেন এডভোকেট সুলতান মাহমুদ। হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল-আসনের সাবেক এমপি প্রয়াত এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর একমাত্র পুত্র সন্তান এডভোকেট সুলতান মাহমুদ তার পিতা-মাতা নামে নামকরণ করে পরিবারের সদস্যদের নিয়ে গঠিত (মোছাব্বির-রাজিয়া) ফাউন্ডেশনের মাধ্যমে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নবীগঞ্জ পৌর এলাকায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এছাড়াও জেলা পরিষদের পক্ষ থেকে তার বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী নবীগঞ্জের বিভিন্ন গ্রামে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর এবং তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন এ জনপ্রতিনিধি। উল্লেখ্য, করোনার প্রার্দুভাবে কর্মহীন মানুষ, খেটে খাওয়া লোকজন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসে কাজ করে যাচ্ছে (মোছাব্বির-রাজিয়া) ফাউন্ডেশন। এডভোকেট সুলতান মাহমুদ এ প্রতিনিধিকে জানান, প্রতিবছরই আমাদের এ ফাউন্ডেশন থেকে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। ইতোমধ্যেই আমি হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমার বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের হাতে তুলে দিয়েছি। এছাড়াও আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও অসহায় লোকজনদের আর্থিক সহায়তা প্রদান করে আসছি। নবীগঞ্জের শ্রিমতপুর গ্রামের কৃতি সন্তান এডভোকেট সুলতান মাহমুদ তার প্রয়াত পিতা এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। আমেরিকা ও লন্ডনে বসবাসরত তার মাতা, বোন এবং পরিবারের সকলের জন্য নবীগঞ্জ উপজেলার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


     এই বিভাগের আরো খবর