,

গাইবান্ধার পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ১৩ জন নিহত

মুস্তাকিম হুসাইন, সংবাদদাতা : গতকাল২১মে, (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৭ টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি রডবোঝাই ট্রাক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী নামক স্থানে এসে ঝড়ো বাতাসের কবলে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকের রডের উপরে লুকিয়ে বসে থাকা ১৩ জন যাত্রীর সবাই রডের নীচে চাপা পড়ে যায়। পলাশবাড়ী থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করতে নামে। পড়ে যাওয়া ট্রাকের রডের ভিতর থেকে একে একে ১৩ জনের মরদেহ বের হয়ে আসে। পুলিশ ও স্থানীয়রা এতগুলো মরদেহ দেখে হতচকিত হয়ে যায়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আমরা ধারণা করতে পারিনি যে রডের এতগুলো মানুষের লাশ আছে। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতিতে লক ডাউন থাকায় গোপনে রডবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে এই দূর্ঘটনা ঘটলো। নিহতরা হলেনঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল মোত্তালিব ( মহসিন মিয়া ২৩), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন করপোড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর (২৭), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ঘোলঘরিয়া গ্রামের আব্দুর রজ্জাকের ছেলে ইমরান মিয়া (৩০), একই উপজেলার ধরলাকান্দি গ্রামের ফুল মিয়ার ছেলে ইছাহাক আলী (১৮), একই উপজেলার ধোরাকান্ত গ্রামের আব্দুস সামাদের ছেলে শামছুল আলম (৬৫) ও তার নাতি সোয়াইত (৭) ও একই জেলার কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০)। ওসি মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন ট্রাকচালক ও তার হেলপার পালিয়ে গেছে তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর