,

মাধবপুরে ঈদের দিনে বৈদ্যূতিক দূর্ঘটনা:আলোর গেরিলা টিমের তৎপরতায় সফল

পিন্টু অধিকারী : মাধবপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে ঈদের দিন ও কাজ করছে বিদ্যুত বিভাগ। গতকাল, ২৫ মে সকালে শাহ জাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় একটি কাক পাখির কারণে মেইন লাইনে আগুন ধরে যায়।এ সময় বিকট শব্দে আসে পাশের প্রায় ১০/১২টি বাড়িতে বৈদ্যূতিক সরঞ্জাম ,ইলেক্ট্রনিক দ্রব্য সহ ৪ টি মিটার পুড়ে যায়। খবর পেয়ে আলোর গেরিলা টিম লাইন বন্ধ করে ঘটনা স্থলে এসে তাৎক্ষনিক ভাবে কাজে লেগে যায়।পরে প্রায় বেলা ৩টার দিকে বিদ্যূত চলাচল স্বাভাবিক করে।তারা যদি তাৎক্ষনিক ব্যবস্থা না নিলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারতো।  এ সময় জগদীশপুর তেলিয়াপাড়া আলোর গেরিলা টিমের সদস্য মারফত আলী ও মামুন রহমান বলে,আজ ঈদের দিনে আমাদের কাজ যেন এলাকাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যূত পায়।এটাই আমাদের আনন্দ।  হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিভাগের নয়াপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে নয়াপাড়া জোনাল অফিসের আওতাধীন প্রত্যেকটি অভিযোগ কেন্দ্রে পর্যাপ্ত লাইনম্যান রয়েছে। কারো ছুটি দেয়া হয়নি। বর্তমানে আলোর গেরিলা টীম সকাল থেকে রাত অবধি সেবা দিয়ে যাচ্ছে। কোন জায়গায় অভিযোগ পেলে সাথে সাথে আমাদের টীম চলে যাচ্ছে স্পটে। বর্তমানে আলোর গেরিলা টীম জনসাধারণের অনেক প্রশংসা কুড়িয়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ সেবা দিতে আমরা তৎপর রয়েছি।


     এই বিভাগের আরো খবর