,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মন্ত্রীসভার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর আর নেই

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : মেম্বার অব ন্যাশনাল এসেম্বলি ( এমএনএ) হিসেবে স্বাধীনতা পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গঠিত প্রথম মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর মারা গত ২৫মার্চ (সোমবার) ঈদের দিন সোমবার দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটের সময় রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ( সাবেক এপোলো হাসপাতাল) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মরহুম নুরুল ইসলাম মনজুর মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সাবেক এই প্রতিমন্ত্রীর বড় ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন থেকে তার বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১২ই মে অবস্থার অবনতি হলে বাবাকে এভার কেয়ার হাসপাতালে ( সাবেক এপোলো হাসপাতাল) ভর্তি করা হয়েছিল। সোহেল মনজুর সুমন গণমাধ্যমকে বলেন তার বাবার মরদেহ গুলশানের ৮৮ নং রোডে তাদের নিজ বাসায় নেওয়া হয়েছে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির জন্য সংক্ষিপ্তভাবে স্বল্পসংখ্যক উপস্থিতিতে বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা হবে। তারপর বাবাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুম নুরুল ইসলাম মনজুর ফেব্রুয়ারি /১৯৯৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ২০০১ ও ২০০৮ সালে পিরোজপুর – ২ আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন।


     এই বিভাগের আরো খবর