,

রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদ্যপাণে ৫ জনের মৃত্যু

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি :  গতকাল ২৬মে (মঙ্গলবার) সকালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শানেরহাট খোলাহাটি গ্রামে ঈদের দিন আনন্দ উৎসব করতে গিয়ে মদ্যপান করেন বেশকিছু লোক। সম্ভবত মদ মেয়াদউত্তীর্ণ হওয়ায় তা বিষাক্ত হয়ে গিয়েছিল। আসরের মধ্যেই পান করার সঙ্গে সঙ্গে বিষক্রিয়া দেখা দিয়েছিল। সোমবার দিবাগত রাতেই উপজেলার রায়তি সাদুল্লাপুরের দুলা মিয়া ( ৬০) ও হরিরামপুর সাহাপুরের লাল মিয়া ( ৩০) নামে ২ জন মারা যায় এবং মঙ্গলবার সকালের দিকে আরো ৩ জন মারা যান। তারা হলেন উপজেলার খোলাহাটি গ্রামে আব্দুর রাজ্জাক ( ৪৫), পাহাড়পুর গ্রামের জাইদুল হক ( ৩৫) , পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমার ( ৩০)। আহত বেশ কয়েকজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পীরগঞ্জ উপজেলার পুলিশের উপপরিদর্শক ( এএসআই) শরিফুল ইসলাম গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু সাংবাদিকদের বলেন, সবার মুখে মুখে তো মদপানে ওই লোকদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতরা প্রায়ই মদপান করতো বলে অভিযোগ শুনেছি। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গণমাধ্যমকে বলেন মৃতদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে৷ তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। নিহতদের সম্পর্কে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর