,

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত এলকোহল পানে ৪ জনের মৃত্যু

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : আজ ২৭মে (বুধবার) সকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌরসভা এলাকার মাহমুদপুর গ্রামে বিষাক্ত এলকোহল (রেক্টিফাইড  স্পিরিট) পানে আব্দুল মতিন (২৭) , মহসিন আলী (৩৮), আজিজুল ইসলাম(৩৫), মঞ্জুয়ারা বেগম (৪০), বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় আরও ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন মঙ্গলবার দিবাগত রাতে তারা সবাই একই আসরে শখের বসে এলকোহল জাতীয় রেক্টিফাইড স্পিরিট পান করার পরে অসুস্থ হয়ে পড়েছিল। তারপর তড়িঘড়ি করে স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সোলায়মান হোসেন মেহেদী ২ জনকে মৃত ঘোষণা করে বাঁকীদেরকে অতি দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এম্বুলেন্স নিয়ে নিহতদের পরিবারের সদস্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা দেয়। হাসপাতালে পৌঁছার আগেই আরো ২ জনের মৃত্যু হয়। নিহত ৪ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।


     এই বিভাগের আরো খবর