,

হবিগঞ্জে স্কুল শিক্ষক স্বপন হত্যা মামলায় ২ আসামীর জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের শিক্ষক স্বপন হত্যা মামলার সাথে জড়িত থাকার সন্দেহে আটক ভ্যান চালকসহ ২ আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। এদিকে এখন পর্যন্ত এই মামলার কুল কিনারা করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে অভিযুক্ত আসামী ভ্যান চালক আয়াত আলীসহ অপর দুই আসামীকে হাজির করে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন। এদিকে এই মামলার বাদি নিহত শিক্ষক আবু মুসা স্বপনের ভাই অভিযোগ করেন এই মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস.আই ইব্রাহিম মামলার কোন ক্লু উদঘাটন করেননি রহস্যজনক কারণে। উল্লেখ্য, সম্প্রতি শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকায় অবস্থিত প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষক আবু মুসা স্বপনের লাশ উদ্ধার করে পুলিশ। শিক্ষক স্বপন হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামের মৃত তোরাব আলীর পুত্র। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের মাষ্টার্স ১ম বর্ষের ছাত্র। এব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ইব্রাহিম বিথলং বদলী হওয়ার পর এখনো মামলাটি কাউকে দেয়া হয়নি। তবে এই চাঞ্চল্যকর মামলাটির মূল রহস্য উদঘাটনের জন্য ডিবিতে প্রেরণ করা হতে পারে।


     এই বিভাগের আরো খবর