,

নওগাঁর পত্নীতলায় মালবাহী ট্রাক ও ধানবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি :  আজ ২৯মে (শুক্রবার) সকালে আনুমানিক সাড়ে ১০ টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা – সাপাহার সড়কে খড়াইল নামক স্থানে সাপাহারগামী একটি মালবাহী দ্রুতগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পত্নীতলাগামী একটি ধানবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ফলে ধানবোঝাই ট্রাক্টরের চালক ও তার ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাই হলো পত্নীতলা উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব হোসেন (৪২) ও আনোয়ার হোসেন (৪০)। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাক্টরে ধান বিক্রি করার জন্য দুই ভাই পত্নীতলা বাজারের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উল্লিখিত স্থান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তিনি বলেন পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুইজনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্ত করার জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।


     এই বিভাগের আরো খবর