,

‘হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউ.কে এর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সভাপতি- এম. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব

স্টাফ রিপোর্টার : বাংলা লোক সাহিত্যের একটি বিশেষ অংশ বাউল গান। এই বাউল সংস্কৃতিতে দেশ বিদেশে সংগীত পিপাষুদের মধ্যে যুগের পর যুগ ধরে আত্মার খোরাক হিসাবে বিনোদন দিয়ে আসছেন বাউল শিল্পীগণ। বাউল শিল্পী ও হাজার বছরের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে “আমরা মাটি ও মানুষের গান গাই, এসো বাউলদের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশ-বিদেশে অবস্থানরত বাউল ও যন্ত্রীক শিল্পী এবং সংগীত অনুরাগীদেরকে নিয়ে ‘হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউ.কে নামীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠনকল্পে গত ২৮ মে (বৃহস্পতিবার) বিকাল ৩টায় হবিগঞ্জ জেলার ও ঢাকা-সিলেট মহাড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেকে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গীতিকবি এম. মুজিবুর রহমান, গীতিকার হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট গীতকার উস্তাত জি.এম সোনা মিয়া, গীতিকার ও কন্ঠ শিল্পী এম.এ বাছিত, গীতিকার ও উস্তাদ নিজাম উদ্দিন, সংগীত অনুরাগী মোঃ লেবু মিয়া, দবির ভান্ডারী, বাউল শিল্পী ও উস্তাদ বাউল বিরহী রাজু, গীতিকার পোলার চন্দ্র ধর সহ আরো অনেক। এতে সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে এম. মুজিবুর রহমান, সহ সভাপতি পদে গীতিকার ও কন্ঠ শিল্পী এম.এ বাছিত, গীতিকার মামুনুর রশিদ মামুন, সংগীত শিল্পী জালালী সালমা, বাউল শিল্পী বিরহী রাজু, বাউল শিল্পী সৈয়দ হারুন, সাধারণ সম্পাদক পদে গীতিকবি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়ের আহমদ, বাউল উজ্জল দেওয়ান, সংগীত শিল্পী মন্টি ঠাকুর, সাংগঠনিক সম্পাদক পদে কাউছার আহমেদ হৃদয়, বাউল শিল্পী উজ্জল সরকার, সংগীত অনুরাগী বিশিষ্ট সাংবাদিক ছনি চৌধুরী, বাউল শিল্পী নয়ন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা- বাউল শিল্পী বাউলা পলি, সহ সম্পাদিকা- বাউল শিল্পী বিরহী রীম, অর্থ সম্পাদক- শাজাহান মিয়া, প্রচার সম্পাদক- বাউল আবু তাহের, সহ প্রচার সম্পাদক বিরহী মিলন, দপ্তর সম্পাদক- সুধাংশু সুত্রধর, সাংস্কৃতিক সম্পাদক- বিশ্বজিৎ কর, সহ সাংস্কৃতি সম্পাদক- বাউল কাওছার আহমদ ভান্ডারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- এডভোকেট রাজিব, ত্রাণ, দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক- বাউল মুজাক্কির, ধর্ম বিষয়ক সম্পাদক- শফিকুর রহমান সাজু, সহ ধর্ম সম্পাদক- বাউল শিল্পী আফরোজ দেওয়ান, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক- খাইরুল আমিন, তথ্য ও গভেষনা সহ সম্পাদক- বাউল শিল্পী শিপন, ক্রিড়া বিষয়ক সম্পাদক- বাউল শিল্পী বিরহী মিলন, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক- বাহার মাতাল, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক- এমদাদুর সুমন এহসান, সমবায় বিষয়ক সম্পাদক- মঈনুল ইসলাম। সম্মানিত সদস্যবৃন্দ- যুক্তরাজ্য প্রবাসী সিরাজ উদ্দিন, যন্ত্র শিল্পী আশরাফ, যন্ত্র শিল্পী, মুবাশ্বির, কাজল মিয়া, ফারছু আহমদ তালুকদার, যন্ত্র শিল্পী আব্দুল জব্বার, মোঃ মামুন, বাউল শিল্পী বাউলা কুহিনুর, বাউল শিল্পী রিপা আক্তার, বাউল শিল্পী শান্ত ইসলাম শান্তা, সংগীত শিল্পী রিয়া আক্তার, বাউল শিল্পী রুবি বেগম, বাউল শিল্পী ছাবিনা আক্তার, বাউল শিল্পী লাভনী সরকার, বাউল শিল্পী বন্যা আক্তার, বাউল শিল্পী মারিয়া, বাউল শিল্পী রেশমা আক্তার, এনাম, বাউল জুয়েল, যন্ত্র শিল্পী মোঃ সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর, মুতাব্বির, বাউল শিল্পী স্বপ্না আক্তার, মোঃ সেলিম, বাউল শিল্পী রুবি আক্তার, বাউল শিল্পী উদাসী শরীফা, বাউল শিল্পী চাদনী আক্তার মুন্নি, বাউল শিল্পী শ্যামলী আক্তার, বাউল শিল্পী তানিশা, বাউল শিল্পী তামান্না আক্তার, বাউল শিল্পী বিরহী লিপি, বাউল শিল্পী গোলাপ সরকার, বাউল শিল্পী জয়নাল মিয়া, বাউল শিল্পী মোঃ শাহী, বাউল শিল্পী মোঃ মারজু মিয়া, বাউল শিল্পী আউলাদ আমেরী, যন্ত্র শিল্পী গফুর মিয়া, যন্ত্র শিল্পী সিতার ভান্ডারী, অজয় সুত্রধর, সঞ্জিত কর, যন্ত্র শিল্পী মারুফ সরকার, যন্ত্র শিল্পী কবির মিয়া, যন্ত্র শিল্পী ফয়জুল হক, বাউল শিল্পী বিরহী পারুল, বাউল শিল্পী প্রতিবন্ধী দরবেশ আলী, বাউল শিল্পী বিরহী সাদ্দাম, বাউল শিল্পী বিরহী জসিম উদ্দিন, বাউল শিল্পী বিরহী ওয়াহিদ, বাউল শিল্পী বিরহী বৈশাখী, বাউল শিল্পী বিরহী স্মৃতি রাণী, বাউল শিল্পী বিরহী সাগরিকা, বাউল শিল্পী বিরহী সাথী, বাউল শিল্পী বিরহী মুহিদুর, যন্ত্র শিল্পী আছদ মিয়া, যন্ত্র শিল্পী সুবির কর, বাউল শিল্পী বাউলা রাসেল। এতে সম্মানিত উপদেষ্ঠা মন্ডলীর সদস্যবৃন্দ হলেন- প্রধান উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ নুরুজ্জামান, উপদেষ্ঠা- সংগীত শিল্পী ফারুক আহমেদ, সংগীত শিল্পী রুজি সরকার, সংগীত শিল্পী শতাব্দী কর, সংগীত শিল্পী লিনা পায়েল, সংগীত শিল্পী আমিনুর রহমান আমিন, সংগীত শিল্পী নজরুল ইসলাম, সংগীত শিল্পী নজরুল ইসলাম, সংগীত শিল্পী রাহেল চৌধুরী, সংগীত অনুরাগী আশরাফ আলী, সংগীত অনুরাগী মোস্তাক তোফায়েল, সংগীত অনুরাগী আক্তার হোসেন, সংগীত শিল্পী আক্তার হোসেন, সংগীত অনুরাগী নাজিম উদ্দিন। বাংলাদেশে উপদেষ্ঠা মন্ডলীর সদস্যবৃন্দ- সংগীত অনুরাগী তৌহিদুর রহমান তৌহিদ, সংগীত অনুরাগী সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ, শাহ দরাজ, গীতিকার এখলাছুর রহমান আজাদ, উস্তাদ জি.এম সোনা মিয়া, সংগীত শিল্পী মুস্তাফিজুর রহমান সেলিম, সংগীত অনুরাগী লেবু মিয়া, সংগীত শিল্পী ও উস্তাদ নিজাম উদ্দিন, শাহ সাজ্জাদ, বাউল লেবু মিয়া, হোসেন মিয়া, ইদু শাহ, বাউল হেলাল মিয়া, বাউল শাহাব উদ্দিন, দবির ভান্ডারী, গোপাল চন্দ্র রায়, সংগীত অনুরাগী বাবুল মল্লিক, বাউল শিল্পী মুক্তা, আব্দুল মতিন। ‘হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউ.কে (ঐইইঋটক)’ এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সংগীত অনুরাগী ও ইন্সফায়ার ফাউন্ডেশন ইউ.কে এবং রূপশী বাংলার ইউ.কে এর চেয়ারম্যান জনাব আব্দুল মতিন এর পক্ষ থেকে কমিটির সূচনা লগ্নে (ঐইইঋটক) সংগঠনের তহবিলে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়াও যুক্তরাজ্যস্থ সম্মানিত উপদেষ্ঠা মন্ডলীর সদস্যবৃন্দ সহ রূপশী বাংলা ও ইন্সফায়ার ফাউন্ডেশন ইউ.কে সব সময় (ঐইইঋটক) এর পাশে থেকে শিল্পীদের কল্যাণে কাজ করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর