,

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদা উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি :  গতকাল, ১জুন (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের খুনিয়াগাছ গ্রামে বজ্রপাতে বাবা ও ছেলে নিহত হয়েছে। ভোজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকসেদ আলী গণমাধ্যমকে জানান, আজ খুনিয়াগাছ গ্রামে মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিছুর রহমান ( ৩৫) সকালে নিজেদের জমিতে ধান কাটতে যায়। দুপুরের দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জমিতেই তারা দুজনেই নিহত হয়েছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তদেরকে দ্রুত পঞ্চগড় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আতাহার সিদ্দিকী মৃত ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের অন্তত ৬০ ভাগ ঝলসে গেছে।
এদিকে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের চিলাপাড়া গ্রামে শিপন ইসলাম নামের একটি বালক পার্শ্ববর্তী ক্ষেত থেকে হাস তাড়িয়ে নিজ বাড়িতে আসতেছিল। আচমকা বজ্রপাতে সে নিহত হয়েছে ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার বাবার নাম মনসুর আলম। সে ভাউলাগঞ্জ আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ঘটনার পর দ্রুত তাকে পার্শ্ববর্তী দেবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বজ্রপাতে আহত এক কিশোর চিকিৎসাধীন ছিল। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে।


     এই বিভাগের আরো খবর