,

নবীগঞ্জে ডাক্তারের ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু এলাকায় তোলপাড় ॥ ডাঃ সুস্মিতা ঘোষের শাস্তি দাবীঅন্যত্র চাকুরীরত থাকা অবস্থায় নবীগঞ্জে প্রতিদিন রোগী দেখা রোগীদের মিথ্যা রোগের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

মোঃ তাজুল ইসলাম ॥ সন্তান জন্ম দিতে ডাক্তার সুস্মিতার ভূল চিকিৎসায় প্রাণ গেল নবীগঞ্জের হতভাগিনী সুমি বেগমের। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে হবিগঞ্জের প্যানাসিয়া প্রাইভেট হসপিটালে। ভূল চিকিৎসায় নিহত সুমি বেগমের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাত ১টায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সৌদি প্রবাসী মোশাহিদ আলীর স্ত্রী ২ সন্তানের জননী সুমি বেগম (৩৩) এর প্রসব বেদনা দেখা দিলে পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুজ্জামান তাদেরকে জানান, সুমি বেগমকে সিজার করাতে হবে। তাকে সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। সিলেট যাওয়ার পূর্বে তারা ডাক্তার সুস্মিতা ঘোষের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ চাইলে তিনি তাদেরকে অপেক্ষা করতে বলেন। পরে তিনি নবীগঞ্জ হাসপাতালে এসে তাদেরকে বলেন সিলেটে সরকারী হাসপাতালে ভাল চিকিৎসা করা হয়না, আপনারা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। একথা বলে তিনি তাদেরকে হবিগঞ্জস্থ প্যানাসিয়া প্রাইভেট হাসপাতালে নিয়ে ভোর ৪টায় সুমি বেগমের অপারেশন (সিজার) করেন। অপারেশনের ১০/১৫ মিনিট পর সদ্য জন্মগত শিশু কে সুমি বেগমের সাথে থাকা তার পরিবারের লোকজনের হাতে দিয়ে দেন। এসময় তারা সুমি বেগমের অবস্থা জানতে চাইলে ডাঃ সুস্মিতা বলেন ১৫ মিনিট পরে জানাবেন। তখন তিনি ফোন করে আরও ৩/৪ জন ডাক্তারকে প্যানাসিয়া হাসপাতালে নিয়ে আসেন। এরপর তাঁরা (ডাঃ সুস্মিতা ও আগত ডাক্তাররা) সুমি বেগমের পরিবারকে বলেন রোগীর অবস্থা আসঙ্কাজনক তার হার্টে সমস্যা দেখা দিয়েছে আপনারা সিলেট নিয়ে যান। তখন তাকে সিলেটে নিয়ে যাওয়ার পথে সঙ্গে থাকা আত্মীয়দের সন্ধেহ হলে তারা নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত ডাক্তার তাদের কে বলেন, এই রোগীর অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ডাঃ সুস্মিতা ঘোষ কে প্রায় ২ বছর পূর্বে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়। কিন্তু অন্যত্র চাকুরিরত থাকা অবস্থায় কিভাবে নবীগঞ্জ শহরে (অজিত রায় ড্রাগ হাউসে চেম্বার করে) প্রতিদিন রোগী দেখেন এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। এছাড়া রোগীদের জঠিল ও মারাত্মক রোগের কথা বলে মিথ্যে ভয় দেখিয়ে ইঞ্জেকশন দিতে হবে, ওয়াশ করতে হবে ইত্যাদি বলে রোগীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা পয়সা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে ডাঃ সুস্মিতা ঘোষের বিরুদ্ধে।


     এই বিভাগের আরো খবর