,

দেশে নতুন আক্রান্ত ২হাজার ৪২৩, মৃত্যু আরো ৩৫জনের

জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৩৫জন। এ নিয়ে দেশে মোট ৫৭ হাজার ৫৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৭৮১ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ৪৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১২ হাজার ১৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ৫০টি ল্যাভ থেকে ১২ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  আজ বৃহঃবার (৪জুন) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।

মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ৬ জন মহিলা। এদের মধ্য ৩ জনের বয়স ২১-৩০বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১-৪০বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১-৫০বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং ১জনের বয়স ৮০বছরের উপড়ে। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্রগ্রাম বিভাগের ৯ জন, সিলেটের বিভাগ ২ জন, রাজশাহী বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১জন এবং খুলনা বিভাগের ১ জন।


     এই বিভাগের আরো খবর