,

রেড জোনের তালিকায় হবিগঞ্জ

লকডাউন হচ্ছে হবিগঞ্জ জেলা

জাবেদ ইকবাল তালুকদার : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

গতকাল ৬মে (শনিবার) স্বাস্থ অধিপ্তরের করোনা তথ্য সম্পর্কিত ওয়েবসাইটে রেড জোন এলাকাগুলোর তালিকা প্রকাশ করা হয়। রেড জোন তালিকার ৫০টি জেলার মধ্যে নাম আছে হবিগঞ্জ জেলার। সুত্রে জানা গেছে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণ লকডাউন করার ঘোষনা দিয়েছে স্বাস্থ-অধিদপ্তর। আজ ৭মে (রবিবার) সকাল থেকে স্বাস্থ অধিদপ্তর হবিগঞ্জ জেলায় লকডাউন কার্যকর করতে ব্যাবস্থা নিয়েছে।

হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত : ২০৮ জন, মারা গেছেন ১জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২১জন।


     এই বিভাগের আরো খবর