,

জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সদস্য আফজাল হোসেন ইমনের উদ্যোগে আর্সেনিক এ্যালবাম ৩০ফ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের ৬নং ওয়ার্ডের মাওলানা আবুবক্কর সিদ্দিকীর বাড়িতে আজ ৭ জুন (রবিবার) জালালাবাদ হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সদস্য মোঃ আফজাল হোসেন ইমন এর নেতৃত্বে শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবীধি মেনে ৬০০ জন মানুষের মধ্যে ফ্রি হোমিও প্যাথি মেডিসিন (আর্সেনিক এ্যালবাম ৩০) বিতরন করা হয়েছে। জুনায়েদ সিদ্দিকি, জাবের সিদ্দিকি, রোমান আহমেদ, কে এ শু ‘র সার্বিক সহযোগীতায় মেডিসিন বিতরন করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মাধ্যমে করোনা ভাইরাসের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে এই আর্সেনিক এ্যালবাম ৩০ মেডিসিনটি। সচেতনাই পারে, করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্তি দিতে। এবং ইউনিয়নের প্রতিটি গ্রামের গরীব অসহায় সব শ্রেণির মানুষদের মাঝে বিতরন করা হবে বলে জানান উক্ত বিতরণ কার্যক্রমের সহযোগিতাকারী জুনায়েদ সিদ্দিকী। উক্ত বিতরণ কার্যক্ষমে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিকী, আকল মিয়া, সাবেক মেম্বার আব্দুল হামিদ,সাবেক মেম্বার মনফর খাঁন,প্রাইমারি স্কুল এর প্রধান শিক্ষক আজাদ মিয়া, সাবেক মহিলা মেম্বার সাজনা বেগম,নাঈম উদ্দিন,রনি আহমেদ, সেলিম মিয়া, জাকির হুসেন, সুমেন আহমেদ সহ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর