,

যুক্তরাষ্ট্রস্থ মাধবপুর ফাউন্ডেশন ইউ এসএ ইনক উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

হামিদুর রহমান : মানবতার সেবায় আমরা সর্বদা নিয়োজিত”স্লোগানকে বুকে ধারন করে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে যুক্তরাষ্ট্রস্থ মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক উদ্যোগে করোনায় কর্মহীন ও দুর্গত পরিবারের মাঝে উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ শত করে ১১শো প্যাকেট খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে। ইতিমধ্যে আজ (৭ই জুন) রবিবার দুপুরে উপজেলার ধর্মঘর চৌমুহনী,বহরা ৩ টি ইউনিয়নে করোনায় কর্মহীন দুর্গত প্রতিটি ইউনিয়নে ১০০ করে ৩০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ৫ শ গ্রাম সোয়াবিন তেল,  ১ কেজি ডাল,সাবান ১টা। ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর নুর, ধর্মঘর ইউপির বর্তমান চেয়ারম্যান সামছুল ইসলাম (কামাল) চৌমুহনী ইউপির চেয়ারম্যান মোঃ আপন মিয়া, মাধবপুর ফাউন্ডেশন ইউ এসএ ইনক পক্ষে সঞ্চালনা করেন ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইফতেখার আহমেদ (বোষ্টার) সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল মালেক প্রমুখ।


     এই বিভাগের আরো খবর