,

নবীগঞ্জে নিহত আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়ার দাফন সম্পন্ন ॥ জানাযার নামাজে হাজারো মুসল্লির ঢল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোতাহির মিয়ার জানাযার নামাজ শেষে গ্রামের বাড়ি সাবাজপুরে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় নবীগঞ্জ জে.কে হাইস্কুল মাঠে প্রথম এবং গ্রামের বাড়ি সাবাজপুর এলাকায় দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি, জেলা পরিষদর প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোর্শেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জাসাদ সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান কাজল, নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমদ মিলু, এডভোকেট ফারুক আহমদ, যুবলীগের আহ্বায়ক ফজলূল হক চৌধুরী সেলিম, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, মোজাহিদ আহমদ, শাহ রিজভী আহমদ খালেদ, আব্দুল মুহিত, গোলাম হোসেন, ওহি দেওয়ান চৌধুরী, এডভোকেট শেখ শাহানুর আলম ছানু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার, ইকবাল আহমদ বেলাল এবং নিহতের ভাই লন্ডন প্রবাসী আবুল বশর প্রমূখ। পরে গ্রামের বাড়িতে বেলা সাড়ে ৫টায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে মোতাহির মিয়া স্ত্রী ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তন্মধ্যে তাঁর ২ মেয়ে স্বামী সংসার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। উল্লেখ্য, গত সোমবার রাত প্রায় ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোতাহির মিয়া (৬৫) তুচ্ছ ঘটনার জেরধরে কতিপয় যুবকদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রহৃত হন। এ সময় যুবদল নেতা কামরুজ্জামান চৌধুরী নামের ওই যুবক মোতাহির মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মূমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মঙ্গলবার গভীর রাতে মোতাহির মিয়ার ভাই লন্ডন প্রবাসী আবুল বশর দেশে ফেরার পর গতকাল বুধবার তাঁর দাফন সম্পন্ন হয়।


     এই বিভাগের আরো খবর