,

চুনারুঘাটে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ জনসাধারণ

নিজস্ব প্রতিনিধি : মানুষের স্বস্তির আশ্বাস যখন বিদ্যুৎ,, তখনই চুনারুঘাট উপজেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের বিরাট ভেলকিবাজি।

জানা যায়, চুনারুঘাট পৌরশহরে কিঞ্চিৎ মাত্র বিদ্যুৎ থাকলেও পৌরসভার বড়াইল গ্রাম, গুচ্ছ গ্রাম, পশ্চিম পাকুড়িয়া, গোগাউড়া, আমকান্দি, ধলাইপাড়, চন্দনাসহ উপজেলা বিভিন্ন স্থানে বিদ্যুতের বিরাট ভেলকিবাজি। যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনসাধারণ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর অনেকের সাথে ফোন আলাপে জানাযায়, ঝড় -বৃষ্টি ছাড়াই চুনারুঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ থাকে না। একবার বিদ্যুৎ গেলে আসার কোনো খবরেই থাকে না। প্রায় সময়েই চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ আনতে হয়। অনেক সময় তারা বিরক্ত হয়ে যোগাযোগ বিছিন্ন করে দেন। যদি আকাশে একটু মেঘ বা বিদ্যুৎ চমকায় তা হলেই চলে যায় বিদ্যুৎ। যেদিন ঝড় -বৃষ্টি হয় সেই দিন বিদ্যুতের আশা ছেড়ে দিতে হয় চুনারুঘাটবাসীর। শুধু কি তাই!  তার উপর কিছুক্ষণ পর- পর বিদ্যুতের ভেলকিবাজি। এ যেন নিত্যদিনের সঙ্গী। কিন্তু এব্যাপারে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ (জোনান) অফিসে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া না দিয়ে ফোন বন্ধ করে দেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন জনসাধারণ।


     এই বিভাগের আরো খবর