,

৬ দফা বাঙালী জাতির মুক্তির সনদ -মিলাদ গাজী এম.পি

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ই জুন ছয় দফা দিবস উপলক্ষে গতকাল ৭জুন (রবিবার) ছয় দফা আন্দোলনের অন্যতম সিপাহসালা’র বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, ভাষা সৈনিক, বীর মুক্তিযুদ্ধা, সাবেক মন্ত্রী, মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজীর জন্মমাটি নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় বর্তমান সাংসদ মিলাদ গাজীর গ্রামের বাড়ীর আঙিনায় এক আলোচনা সভার আয়োজন করে
দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউ/পি সদস্য আব্দুল মুকিত এর পরিচালনায় অনুষ্ঠিত ঐতিহাসিক এ দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ- বাহুবল নির্বাচনী এলাকা হবিগঞ্জ -১ এর সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্বা তনয় জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। খালেদ
আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ এর সভাপতি মুহিতুর রহমান রনি, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবলু আহমেদ,দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুহিবুর রহমান রুকত,দেবপাড়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি নজির মিয়া, দেবপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুল আহমেদ রিয়ান,গজনাইপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান আহমদ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য রুহেল আহমেদ,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাওচার কবির, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ মন্নান, মোস্তফা মিয়া, মধু মিয়া, আঃ বারিক, আঃআজিজ, আঃ মতিন, দুলাল আহমদ, শংকর পাল, শিপলু মিয়া মেম্বার, উপজেলা যুবলীগ সদস্য আজাদ মিয়া প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি মিলাদ গাজী এম পি ছয় দফা কে বাঙালী জাতির মুক্তির সনদ আখ্যা দিয়ে বলেন, ৭ই জুন বাঙালীর স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের রক্ত’ঝরা দিন।তিনি বলেন,বাঙালির মুক্তির দাবী, বাঙালির স্বাধীনতার দাবী, তথা অধিকার প্রতিষ্ঠা ও বেঁচে থাকার এ দাবী সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে অগ্নিস্ফুলিঙের মতো সমগ্র পূর্বপাকিস্তান তথা আজকের বাংলাদেশে শহর থেকে গ্রামে এমন কি পাড়া মহল্লায় দ্রুত ছড়িয়ে পড়ে।মিলাদ গাজী বলেন, ছয় দফার রক্তাক্ত সিঁড়ি বেয়েই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদ, এক সাগর’সম রক্ত এবং দুই লাখ মা বোনের সম্মানের মূল্যে অর্জিত আমাদের সুমহান স্বাধীনতা। মিলাদ গাজী এম,পি ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া’র প্রতি অকৃত্রিম শ্রদ্বা জানিয়ে বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেঁড়িয়ে এসে রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু বলেছিলেন আমার মনু মিয়া ছয় দফার জন্য রক্ত ঝরিয়েছে জীবন দিয়েছে ! বঙ্গবন্ধু তাঁর বজ্রকন্ঠে আরো ঘোষনা করেন আমি রেসকোর্সের এ মহা-জনসমুদ্রে দাঁড়িয়ে শপথ করে গেলাম ছয় দফার জন্য আত্মোৎস্বর্গকারী মনু মিয়া’দের রক্তের সাথেশেখ মুজিবুর রহমান কখনো বেঈমানী করবে না,এবং বাংলা ভাষার জন্য শাহাদাত বরনকারী সালাম, বরকত, রফিক,জব্বার, শফিউর ও ছয় দফার জন্য প্রথম শহীদ মনু মিয়াদে’র রক্তাক্ত পথ মাঁড়িয়ে একদিন বাংলার স্বাধীনতা আসবেই।বঙ্গবন্ধুর একথার বাস্তব প্রতিফলন যেমন ঘটেছে, তেমনি মনু মিয়ার আত্মদান ও সফল হয়েছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বাধীন হয়েছে। মিলাদ গাজী এম পি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয়দফা ও মহান স্বাধীনতার জন্য আত্মোৎস্বর্গকারীদের আত্মার শান্তি ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সমগ্র বাঙালী জাতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল,ডিজিটাল, উন্নত দেশে রুপান্তরিত করতে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার কোন বিকল্প নেই।আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ এর ১৫ আগষ্ট, ‘৩রা নভেম্বর, ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয়দফা ও সুমহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদান এবং বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরন’কারীদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা সহ সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানে’র আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে করোনা ভাইরাসের মতো এই মহামারী থেকে বাংলাদেশের সকল মানুষ তথা পৃথিবীর সকল মানবজাতি’কে রক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে আলোচনা সভায় উপস্থিত সকলকে নিয়ে মোনাজাত করেন এমপি মিলাদ গাজী।


     এই বিভাগের আরো খবর