,

দেশে নতুন আক্রান্ত ২হাজার ৭৩৫, মৃত্যু আরো ৪২ জনের

জাবেদ ইকবাল তালুকদার : দেশে গত ২৪ ঘন্টার ব্যাবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৩৫ জনের শরীরে করোনাভাইরসের সংক্রমন পাওয়া গেছে। মারা গেছেন আরো ৪২ জন। এ নিয়ে দেশে মোট ৬৮ হাজার ৫০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৯৩০ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় ৬৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৪ হাজার ৫৬০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ঘন্টায় ১২ হাজার ৯৪৪জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন মহিলা। এদের মধ্যে ১জনের বয়স ১১-২০বছরের মধ্যে, ৩ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, এবং ২জনের বয়স ৯০ বছরের উপড়ে। মারা যাওয়া ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্রগ্রাম বিভাগের ৮ জন, সিলেটের বিভাগ ১  জন, রাজশাহী বিভাগের ১ জন,  ময়মনসিংহ বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২জন, রংপুর বিভাগের ১জন, বরিশাল বিভাগের ২জন।

আজ ৮ জুন (সোমবার) দুপুরে স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক ডা. নাসিমা সুলতানা।


     এই বিভাগের আরো খবর