,

হবিগঞ্জে বিলীন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নকুল দিঘী ॥ দেখার যেন কেউ নেই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুনিয়র হাই স্কুল এন্ড কলেজের পূর্ব দিকে ঐতিহ্যবাহী নকুল দিঘী বিলীন হয়ে যাচ্ছে। প্রভাবশালীরা মাটি ভরাট করে দখল করার চেষ্টা চালাচ্ছে। কতিপয় ব্যবসায়ীরা মাটি ও ময়লা আর্বজনা ফেলে ভরাট করে বাশের বেড়া দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। যে কোনো সময় ভরাটকৃত ভূমিতে ঘরবাড়ি নির্মাণ করা হতে পারে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ পুকুরটি অত্র এলাকার মানুষসহ বিভিন্নস্থান থেকে এসে গোসলসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতেন। কিন্ত ময়লা আবর্জনা ও মাটি দিয়ে ভরাটের কারণে এটি ব্যবহার করাতো দুরের কথা, দুগর্ন্ধের ফলে ওই পুকুরের পাশের রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না মানুষ ও শিক্ষার্থীরা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরটির দক্ষিণ ও পূর্ব দিক প্রভাবশালীরা মাটি ও ময়লা আর্বজনা ফেলে দখল করে সেখানে বিভিন্ন জাতের গাছ রোপন করেছে। এব্যপারে ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু লেইছ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি আমার বিদ্যালয়ের অধীনে নয়।


     এই বিভাগের আরো খবর