,

মা-বাবার পাশে চিরনিদ্রায় সিলেটের সাবেক মেয়র কামরান

সময় ডেস্ক : গতকাল, ১৫জুন (সোমবার) বেলা ২টার দিকে সিলেট শহরের মানিকপীর গোরস্থানে জানাজা শেষে কামরানকে দাফন করা হয় বলে তার ছেলে আরমান আহমদ শিপলু জানান। এর আগে জোহরের নামাজ শেষে কামরানের বাড়ির কাছে ছড়ারপার জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যক মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন। তবে জানাজাস্থলের বাইরে ছিল শত শত মানুষ। এর আগে বেলা সাড়ে ১২টায় কামরানের মরদেহ ছড়ারপারের বাসায় পৌঁছালে তাকে শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হয় সর্বস্তরের মানুষ। নেতাকর্মী ও স্থানীয় লোকজন এই আওয়ামী লীগ নেতাকে একনজর দেখার জন্য অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌণে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সিলেট সিটি করপোরেশনের দুইবারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তার বয়স ছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “প্রথম নির্বাচিত মেয়র হিসবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেছেন, “স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”


     এই বিভাগের আরো খবর