,

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে মাদক ব্যবসার অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে আব্দুল বাহার (৩৮) নামের এক লোকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ এনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর মাদক ব্যবসা ও মাদক সেবনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে লিখিত অভিযোগ দায়ের করেছেন কারখানা গ্রামবাসীর পক্ষে মোঃ আব্দুল ছালিক। এতে আরও প্রায় ৫৫ জনলোক গ্রামবাসীর পক্ষে স্বাক্ষর করেছেন ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুল বাহার একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। সে বেপরোয়াভাবে চলাফেরা করে। গ্রামের কাউকে পরোয়া করেনা। এছাড়া সে সবসময় দেশিয় অস্ত্র নিয়ে চলাফেরা করে। তার নিজ বাড়ির বাংলা ঘরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রেখে বিক্রি করে। সে তার বাংলা ঘরে মাদক সেবনের আসর বসায় বলেও অভিযোগ রয়েছে। মাদক সেবীদের কাছ থেকে এলাকার উদীয়মান যুবক, স্কুল-কলেজের ছাত্রসহ অন্যান্য বয়সের অন্যান্য পেশার মানুষ মাদকদ্রব্য ক্রয় করে সেবন করছে। নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। মাদকের পাল্লায় পড়ে এলাকার লোকজন তাদের নিজেদের জীবন ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ব্যাবসায়ীকে এসব অবৈধ ব্যাবসা না করার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে বহুবার নিষেধ করা হয়েছে এবং স্থানীয় বিচার-শালিশের মাধ্যমে তাকে নিষেধ করা হলেও সে এতে কর্ণপাত করেনি। প্রতি সপ্তাহে ২-৩ বার তার বাড়িতে মাদকের আসর বসে। এলাকার লোকজন সহ বাহিরের অপরিচিত লোকজন তার বাড়িতে মাদক ক্রয় করার জন্য আসা-যাওয়া করে। এলাকার লোকজন প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকি ও ভয় প্রদর্শন করে। এলাকার স্কুল কলেজের ছাত্র, যুবকসহ এলাকার সকল শ্রেণী-পেশার লোকদের স্বার্থে মাদক বিক্রেতা আব্দুল বাহারের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর