,

বিদেশী উগ্রপন্থিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে ব্রিটিশ সরকার

লন্ডন সংবাদদাতা :  বিদেশী উগ্রবাদীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ব্রিটেনে অবস্থানরত বিদেশী উগ্রপন্থীদের জন্যে কঠোর আইন নিয়ে আসছে হোম অফিস।সাউথ ইংল্যান্ডের রেডিংয়ে লিবিয় উগ্র্রবাদীর ছুরিকাঘাতের ঘটনায় তিনজন নিহত হওয়ার পর হোম সেক্রেটারী প্রীতি পাটেল হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, ব্রিটিশ হসপিটিলিকে এবিউস করে কেউ এদেশে থাকতে পারবে না। বিদেশী উগ্রসন্ত্রাসীদের স্বদেশে ফেরত পাঠাতে আরো কঠোর আইন এবং বাড়তি
অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি। কাউন্টার টেরোরিজম পুলিশের বাজেটে আগামী বছরের জন্যে আরো ৯০ মিলিয়ন বাড়িয়ে সর্বমোট ৯০৬ মিলিয়ন পাউন্ড করার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে গত এক বছরে ব্রিটেনে সন্ত্রাস বিরোধী পুলিশের ওয়াচলিস্টের তালিকা দ্বিগুন হয়েছে।বর্তমানে পুলিশের কাছে
সন্দেহভাজন ৪৩ হাজার উগ্রপন্থীর তালিকা রয়েছে। এর আগের বছর এই সংখ্যা ছিল ২০ হাজার। এর মধ্যে নব্বই শতাংশই জিহাদী অর্থাৎ সন্দেহভাজন  উগ্র মুসলিম সন্ত্রাসী। এর অধিকাংশই বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত এবং রাজনৈতিক আশ্রয়ে ব্রিটেনে অবস্থান করছে এর মধ্যে বাংলাদেশীও রয়েছে।


     এই বিভাগের আরো খবর