,

নবীগঞ্জে করোনাকালীন সময়েও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন আব্দুল হক চৌধুরী এমবি এন এসবি

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জে করোনাকালীন সময়েও চক্ষু রােগীদের জন্য চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মহামারী করোনার ভয়ে সারাদেশ বর্তমানে যেখানে অনেক ডাক্তারা যখন সেবা দিতে চান না তখন অনেকটা ঝুকি নিয়েই নবীগঞ্জ শেরপুর সড়কে অবস্থিত উক্ত চিকিৎসা কেন্দ্রে শুক্রবার ব্যাতিত প্রতিদিন চক্ষু রােগীদের সেবা দিয়ে যাচ্ছেন নবীগঞ্জ প্যাক ইনচার্জ ডাঃ রুহিত আহমদ। সেবার কাজে নিয়োজিত।অন্যান্যদের মাঝে সহকারী অপটেশিয়ান হাবিব আহমদ, ফার্মাসিস্ট নয়ন রঞ্জন গোস্বামী, অফিস সহকারী হিতেন্দ্র সরকার,মেইল হেলপার নিশিকান্ত দাশসহ অন্যান্যরা। এখানে স্বল্প খরচে মাত্র ১শত টাকার ভিজিটে যেকোন ধরনের চোখের সমস্যাগ্রস্থ লোকজন প্রাথমিক সেবা পেয়ে থাকেন। নবীগঞ্জে হাতের নাগালে এমন একটা চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র থাকার কারনে হবিগঞ্জ,সিলেট বা মৌলভীবাজার না গিয়ে চিকিৎসাসেবা পাওয়ায় অনেকই উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। সাংবাদিক প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেলকে দেশের এমন সংকটকালে খুব আন্তরিকভাবে সেবা প্রদান করছেন বলে জানিয়ছেন ডাঃ রুহিত আহমদ। প্রতিষ্টানটির পরিচালনা পর্ষদের সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উদ্যােক্তা সদস্য এডভোকেট রাজীব কুমার দে,সম্পাদক তনুজ রায়ের সার্বিক পরিচালনায় প্রতিষ্টানটি খুব শিঘ্রই নিজস্ব জায়গায় স্থানান্তরিত হবে জানিয়েছেন কমিটর নের্তৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর