,

লাখাইয়ের ঘুড়ি উৎসবে মেতে ওঠেছে শিশু কিশোর সহ তরুণ প্রজন্মের বিভিন্ন বয়সি মানুষ

এম সি শুভ আহমেদ : হবিগঞ্জের লাখাইয়ে করোনার ভয়াবহতা বদলে দিয়েছে দৃষ্টিনন্দন দৃশ্যপট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা মানুষ এখন গৃহবন্দি। নিরাপদে থাকতে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তখনই  লম্বা ছুটিতে বাঙালির ঐতিহ্য রঙিন ঘুড়ি  নিয়ে আকাশে ঘুড়ি উড়ানোর শখে মেত উঠেছে  শিশু কিশোর সহ তরুণ প্রজন্মের  বিভিন্ন বয়সি মানুষ।
অনুসন্ধানে জানা যায়, লাখােই উপজেলার বামৈ, লাখাই, মোড়াকরি, সুবিদপুর, লক্ষ্মীপুর, ফুলবাড়িয়া ও সাতাউক, করাব, মনতৈল সহ উপজেলার সবকয়টি গ্রামে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের অনেকেই একসঙ্গে খোলা মাঠ কিংবা বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়ে সুস্থ বিনোদনের প্রয়াস ।
সূত্রে জানা যায়, আকাশ যখন বেশি বাতাস বয় তখন অনেকের ঘুড়ির সুতা কেটে চলে যায়। তখন বাতাসের বেগে ঘুড়ির পিছু পিছু ছুটে চলে কয়েক কিলোমিটার পরে কারো ঘুড়ি আকাশ হতে নিচে নামে, আবার কারো ঘুড়ি নিচে না নামায় হতাশ হয়ে ফিরে আশে।
ঘুড়ি উড়ানো সম্পর্কে বেশ কয়েকজন ঘুড়ি প্রেমিকের সাথে কথা বললে তারা দৈনিক হবিগঞ্জ সময়ের এ প্রতিবেদককে জানায়, বর্তমানে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নতুন প্রজন্মের লোখজন  অবসর বেকার সময় পার করছে ঘুড়ি উড়িয়ে। আরো বলেন, বিগত কয়েক বছরে আকাশে এত ঘুড়ি উড়ানো দেখা যায়নি, আর কেউবা এত অবসর সময় ও পায়নি। সবাই ঘুড়িতে লাইট লাগিয়ে রাতে উড়ায় আকাশে তারার মত ঝিলমিল করে। করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদেশ জুড়ে ঘুড়ি উড়ানোর শখে মেতে উঠেছে শিশু কিশোর সহ সকল বয়সের মানুষ ।


     এই বিভাগের আরো খবর