,

হবিগঞ্জে দুই সাংবাদিকের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : সরকারি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছিলেন হবিগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিক। এর জের ধরে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে অনেকেই বলছেন, অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে ওই কর্মকর্তার দুর্নীতি বের করতে হবে। প্রতিবাদ জানাচ্ছে সাংবাদিক সমাজও। ইতোমধ্যেই মামলা প্রত্যাহারে আন্দোলনের ডাক দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। গত ১৫ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এতে আসামি করা হয় মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ও আগামী ২০২১ইং সাল হবিগঞ্জ প্রেসক্লাব কর্তৃক মনোনীত সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বদরুল আলমসহ আরও কয়েকজনকে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সেলিম তালুকদার ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না সহ সাংবাদিক নেতৃবৃন্দ তারা (আজ) ৩০ জুন (মঙ্গলবার) গণমাধ্যমে প্রেরিত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতিতে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহারের দাবী জানান।


     এই বিভাগের আরো খবর