,

নবীগঞ্জে আজ পুলিশ, চিকিৎসক, নার্স সহ ১৫জনের করোনা শনাক্ত

জাবেদ ইকবাল তালুকদার : নবীগঞ্জে আজ পুলিশ, চিকিৎসক, নার্সসহ আরো ১৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড১৯) এর সংক্রমণ পাওয়া গেছে।  এর আগে কয়েক ধাপে নবীগঞ্জর মোট ৫৬জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছিল। আজকের নতুন ১৫জন সহ উপজেলায় মোট আক্রান্ত ৭১জন। ১৫জনের মধ্যে ১জন পুলিশ সদস্য, ১জন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার,  ১জন সিনিয়র নার্স, ১ জন ভুবিরকাকের সিনিয়র স্বাস্থ সহকারী, ১জন সমাজ সেবা অফিসের কর্মকর্তা, ৩জন সালামতপুর পৌর এলাকার বাসিন্দা, ওসমানী রোডের ২জন স্বামী-স্ত্রী, শিবপাশা এলাকার ১জন, বাংলা বাজারের ১জন, বাকিরা অন্যান্য শ্রেণী পেশার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, আক্রান্ত পুলিশ সদস্য নবীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। নবীগঞ্জ থানার আরো কয়েকজন পুলিশ সদস্যদের নমুনা দেয়া হয়েছে এখন পর্যন্ত থানার আর কোন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়নি।

নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা এবং আজ উপজেলায় সর্বোচ্ছ সংখ্যাক করোনা রোগী শনাক্ত হয়েছে। সবাই ঘরে থাকুন প্রয়োজন ব্যাতিত বাইরে বের হবেন না, বাইরে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন। মাস্ক বিহীন চলাফেরা বন্ধ করুন।


     এই বিভাগের আরো খবর