,

এম এ হকের মৃত্যুতে নবীগঞ্জ উপেজলা বিএনপির শোক

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ, শুক্রবার (৩ জুলাই) দুপুর ২ টায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


     এই বিভাগের আরো খবর