,

ইংল্যান্ডের রেষ্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড়

পুলিশ বলছে এটি মাতলমি

লন্ডন সংবাদদাতা :  কভিড ১৯ এর কারনে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ইংল্যান্ডে আবারও খুলেছে রেষ্টুরেন্ট, পাব, নাইট ক্লাব, সেলুন সহ সব ধরনের ধরনের দোকান পাঠ। সর্বত্রই মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। কেউ মানছেনা সামাজিক দূরত্ব। পুলিশ বলছে এটি মাতলামি ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে পাব বা মদের বারগুলোতে ভিড় সামলানো যাচ্ছেনা। আজ রোববারও সর্বত্র একই দৃশ্য দেখা গেছে। এতে অনেকেই আতংকিত হয়ে পড়েছেন। গণমাধ্যম অনলাইন মিররের ভাষ্য মতে বহু জায়জায়
তরুন তরুনীদের রাস্তায় উল্লাস করতে দেখা গেছে। এদিকে মেট পুলিশ জানিয়েছে লন্ডনে তেমন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটেলে হেভন এবং অন্যান্য স্থান থেকে সরকারী নির্দেশনা না মানা এবং মাতলামির কারণে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর