,

চুনারুঘাটে যৌতুকের জন্য গৃহবধুকে পিটিয়ে আহত

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাও গ্রামের
সৈয়দ মহিউদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী গৃহবধু শরিফা আক্তার (২৬) কে যৌতুকের
জন্য বেদড়ক পিটিয়ে সারা শরীরে রক্তাক্ত যখম করেছে পাষন্ড স্বামী সৈয়দ মহিউদ্দিন। জানা যায়, গতকাল, ৬জুলাই (সোমবার) বিকেলের দিকে উপজেলার পীরেরগাঁও গ্রামের সৈয়দ মহিউদ্দিনের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত শরিফা আক্তারের আর্ত চিৎকারে বসতবাড়ির লোকজনরা এগিয়ে পাষন্ড স্বামীর কবল থেকে শরিফা আক্তারকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করে। আহত শরিফা আক্তার জানান, তার স্বামী সৈয়দ মহিউদ্দিন তার নিকট যৌতুক বাবদ ১ লক্ষ চাহিলে শরিফা আক্তার যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড স্বামী সৈয়দ মহিউদ্দিন শরিফা আক্তারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। গত ০৩ বছর পূর্বে ৪ লক্ষ টাকা রেজিস্ট্রি কাবিনমূলে সৈয়দ মহিউদ্দিনের সাথে শরিফা আক্তারের বিবাহ হয়। তাদের সৈয়দ মুজিবুর রহমান মাহিন নামে একটি পুত্র
সন্তান রয়েছে। শরিফা আক্তার উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মরহুম মনাফ ভূইয়ার মেয়ে। এ ঘটনায় হাসপাতালে সাংবাদিকরা শরিফা আক্তারকে দেখতে আসলে শরিফা আক্তার তার স্বামীর নির্যাতনের কথাগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন। শরিফা আক্তার বর্তমানে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিয়ের পর থেকেই পাষন্ড স্বামী সৈয়দ মহিউদ্দিন তার স্ত্রী শরিফা আক্তারের নিকট যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিল। এ বিষয়ে নির্যাতিত শরিফা আক্তার বাদী হয়ে পাষন্ড স্বামী সৈয়দ মহিউদ্দিনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর