,

“নবীগঞ্জে দুটি পরিবারকে সমাজচ্যুত করে নির্মম নির্যাতন প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমার হবিগঞ্জ এবং অনলাইন পত্রিকা সিলেট দর্পন পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় গত ৭ জুলাই মঙ্গলবার “নবীগঞ্জে দুটি পরিবারকে সমাজচুত্য করে নির্মম নির্যাতন”সংবাদটি আমাদের গ্রামবাসীর দৃষ্টিগোছর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা,বানোয়াট,কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। এ ব্যাপারে আমাদের ব্যাখ্যা হলোঃ নবীগঞ্জ উপজলোর ৪ নং দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের আব্দুল বাহার (৩৮) নামের লোক দীর্ঘদিন যাবত জমজমাট মাদক সেবন ও ব্যবসা এবং ভূমি জবর দখল করলে কারখানা গ্রামবাসী গত ২২ শে জুন গ্রামবাসীর পক্ষে প্রায় শতাধিক লোকের স্বাক্ষরসহ মোঃ আব্দুল ছালিক ও নামদার মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ বরাবর মাদক ব্যবসা ও মাদক সেবনের বিষয়ে এবং ভুমি দখলের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণরে জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরই গত ১লা জুলাই সুচতুর মাদক ব্যবসায়ী আব্দুল বাহার তার ভাই আব্দুল আউয়াল ও তার চাচা ’৭১ এর মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ফয়জুর রহমানকে দিয়ে নবীগঞ্জের সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে। বিষয়টি গ্রামবাসী জানতে পেরে এরই পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ঐদিনই বিকালে তাদের বিরুদ্ধে প্রতিবাদ বৈঠক করে সাংবাদিকদরে সঠিক তথ্য দিয়ে দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস, দৈনিক আমার হবিগঞ্জসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় বহু অপকর্মের হোতা বাহারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়। এতে সন্দেহ করা হয় বাহার যেকোন সময় মিথ্য মামলা বা তার মানসিক ভারসাম্যহীন ভাইকে দিয়ে যেকোন কুটকৌশলের আশ্রয় নিতে পারে। এতে উল্লেখ করা হয়েছিল মাদক ব্যবসায়ী বাহারের বড় ভাই আব্দুল কাইয়ুম দীর্ঘ ২৫ বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। ইদানিং আব্দুল কাইয়ুমকে প্রায়ই মারধোরের অভিযোগ রয়েছে বাহারের বিরুদ্ধে। তাই গ্রামবাসীর ধারনা মানষিক ভারসাম্যহীন আব্দুল কাইয়ুমকে যেকোন সময় প্রাণেহত্যা করে এর দায় গ্রামবাসীর উপর চাপানোর চেষ্টা করতে পারে সুচতুর বাহার। যা নবীগঞ্জ থানা পুলিশকে ও অবগত করা হয়েছিল। এরই জের ধরে মাদক ব্যবসায়ী বাহার গত ৭ জুলাই মঙ্গলবার তার ভাইকে নিজেরা মারধোর করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উল্লেখিত পত্রিকায় আমাদের গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক ও ভুয়া সংবাদ পরিবেশন করেছে। প্রকৃতপক্ষে ঐ গ্রামে তাদেরকে কোনভাবে সমাজচুত্য করার ঘটনা এবং তার ভাই মানসিক ভারসাম্যহীন আব্দুল কাইয়ুমকে মারধোরের কোন ঘটনা ঘটেনি। তারা নিজেরাই তার ভাইকে মারধোর করে হাসপাতালে ভর্তি করে এর দায়ভার গ্রামবাসীর উপর চাপানোর চেষ্টা করছে। তাই আমরা উক্ত মিথ্যা কাল্পনিক, মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উৎঘাটন করে ষড়যন্ত্রকারী অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
গ্রামবাসীর পক্ষে
আব্দুল ছালিক ও নামদার মিয়া
সর্ব সাং কারখানা,৪ নং দীঘলবাক ইউনিয়ন,নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর