,

নবীগঞ্জের এনাতাবাদে মসজিদের ভিতরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে হাজ্বী দরছ আলী জামে মসজিদের ভিতরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১।
মামলা সূত্রে জানা যায়, গত কয়েকমাস পূর্বে মসজিদ কমিটি ও মুসল্লিয়ানগণ বিভিন্ন কারণে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন মোঃ ওয়ারিছ মিয়া মোল্লাকে। এ নিয়ে গত ১৯ জুন ২০২০ইং শুক্রবার ওয়ারিছ মোল্লার নেতৃত্বে আবুল কাশেম মাসুক মিয়ার উপর হামলা করেন একই গ্রামের টিপু মিয়া, অপু মিয়া, আঃ রহিম, আঃ ওদুদ, সোফায়েল গং। পরে সোলেমান মিয়া উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন মামলার বাদী ও আহত আবুল কাশেম মাসুক। এ নিয়ে গত ২ জুলাই ২০২০ইং আবুল কাশেম মাসুক বাদী হয়ে মোঃ ওয়ারিছ মিয়া, আঃ রহিম, আঃ ওদুদ, আঃ মজিদ, আঃ হামিদ, সোফায়েল, দিপু মিয়া, টিপু মিয়া ও অপু মিয়া সহ ১১ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৮ জুলাই বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই এস.এম ফিরোজ আহমেদ এর নেতৃত্বে বাংলা বাজার থেকে ওয়ারিছ মিয়া মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এস.আই এস.এম ফিরোজ আহমেদ।


     এই বিভাগের আরো খবর