,

মৌলভীবাজারে আরও ৫১ জনের করোনা শনাক্ত

বদরুল আলম চৌধুরী : মৌলভীবাজারে করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা সময়ের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৫৯ জনে। গতকাল, শুক্রবার (১০ জুলাই) রাতে ঢাকা ল্যাব থেকে এ রিপোর্ট আসে বলে জানান মৌলভীবাজার জেলা  সিভিল সার্জন ডাঃ তাওহীদ আহমদ।
তিনি জানান, করোনায় আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপালালের ৩১ জন, সদর উপজেলার ১জন ,কুলাউড়ার ২ জন, কমলগঞ্জের ৫ জন, শ্রীমঙ্গলের ৭ জন, জুড়ির ২ জন ও রাজনগরের ৩ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত দাঁড়িয়েছে ৬৫৯ জনে। এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৮ জন। এ জেলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব না থাকায় কার্যক্রম চলছে ধীরগতিতে এখনও রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৩’শ। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১১ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।


     এই বিভাগের আরো খবর