,

নৌকা যোগে খাদ্য সামগ্রী ও হাঁস বিতরণ করছেন মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : এই বর্ষা মৌসুমেও হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নৌকা যোগে মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী ও হাঁস পৌছে দিচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুলে চলেছেন মানুষের দুয়ারে দুয়ারে।

এ ব্যাপারে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি ইচ্ছে করলে সব মানুষকে এক জায়গায় করে, উপজেলা বা ইউনিয়ন অফিসে একত্রিত করে এই খাদ্যসামগ্রী ও হাঁস বিতরণ করতে পারতাম। কিন্তু আমি গ্রামে গ্রামে এসেছি কারন ভোট চাইতেও আমি আপনাদের গ্রামেই এসেছিলাম। তা ছাড়া করোনার এই সময়ে সবাইকে একত্রিত করা উচিত নয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যদি বাচিয়ে রাখেন এভাবে সবসময় আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসব। আমি ভালবাসা চাই, দোয়া আশির্বাদ চাই এর চেয়ে বেশি কিছু না।প্রকাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের মাধ্যমে প্রাপ্ত খাদ্যসামগ্রী হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটি অঞ্চলের ১৩টি গ্রামে অসহায়, হতদরিদ্র ১শ পরিবারের মাঝে প্রত্যককে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবন এবং একটি সাবান প্রদান। এছাড়াও ১শ টি পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে হাঁস বিতরন করেন।


     এই বিভাগের আরো খবর