,

সর্বোচ্ছ পারিশ্রমিক পাওয়া বিশ্বের ১০ফুটবলার

সময় ডেস্ক : আমরা অনেকেই ফুটবল খেলা দেখি। সবারই প্রিয় ফুটবলার থাকে। প্রিয় ফুটবলারেদের মাসিক আয় অথবা ব্যাক্তিগত অনেক তথ্য জানতে আমরা ইচ্ছুক। আজ জেনে নিন বিশ্বের সবচাইতে বেশি পারিশ্রমিক পাওয়া ৩জন ফুটবলারের নাম। দেখে নিন আপনার প্রিয় তারকার নাম্েখোনে আছে কি না?

১. নেইমার : ইতিহাসের সবচেয়ে বেশি ট্রান্সফার ফি ২২২মিলিয়ন ইউরো নিয়ে বার্সেলোনা থেকে (পি.এস.জি) প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি জমিয়েছিলেন নেইমার। আগের মৌসুমে পল পগবার গড়া ১০৫ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ডটা দ্বিগুণেরও বেশি অঙ্কে ভেঙে দেন এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম ২০ ম্যাচে ১৭ গোল করে সেটার প্রতিদানও ভালোই দিচ্ছেন নেইমার।

২. ফিলিপে কুতিনহো : নেইমার বার্সা ছেড়ে চলে যাবার পর থেকেই কুতিনহোকে দলে টানার চেষ্টা করছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটির তিনটি প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। অবশেষে তাকে ছাড়তে রাজি হয় ইংলিশ ক্লাবটি। প্রাথমিকভাবে লিভারপুল পাবে ১২০ মিলিয়ন ইউরো। বাকি ৪০ মিলিয়ন ইউরো পাবে পরে। সবমিলিয়ে ১৬০মিলিয়ন ইউরোতে বিশ্বের ২য় দামী ফুটবলার হিসেবে বার্সায় পাড়ি দেন এই ব্রাজিলিয়ান তারকা।

৩. উসমান ডেম্বেলে : গত গ্রীষ্মের দলবদলে ডেম্বেলে যখন বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ন্যু ক্যাম্পে এলেন, তিনিই বার্সেলোনার সবচেয়ে দামি খেলোয়াড়। সেই রেকর্ড ভেঙে দিলেন কুতিনহো। ডেম্বেলে অবশ্য এখনো তার সেরাটা দেয়ার সুযোগ পাননি। ক্লাবে এসেই হাঁটুতে পাওয়া চোটে এখন পর্যন্ত মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটিয়েছেন। ১০৫মিলিয়ন ইউরোতে বার্সায় পাড়িয়ে দিয়েছিলেন তিনি।

৪. পল পগবা : ২০১২ সালে ফ্রি ট্রান্সফারে পগবাকে জুভেন্টাসে যাবার অনুমতি দিয়ে বড় ভুলই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চার বছর পর ১০৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে ফরাসি মিডফিল্ডারকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে হয়েছিল ‘রেড ডেভিল’দের। কেন তাকে এত দাম দিয়ে আবার ফিরিয়ে এনেছে, সেটার জবাব ধীরে ধীরে দিতে শুরু করেছেন পগবা।

৫. গ্যারেথ বেল :  আরেক প্রাক্তন রেকর্ডধারী। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ যখন টটেনহাম থেকে বেলকে দলে ভেড়াল, তিনিই ছিলেন একশ’ মিলিয়ন ইউরোর প্রথম খেলোয়াড়। ওয়েলস তারকা এখনো বিক্রি হওয়া ব্রিটেনের সবচেয়ে দামি খেলোয়াড়। ১০০.৮ মিলিয়ন ইউরো তার দাম।

৬. ক্রিশ্চিয়ানো রোনালদো :  ২০০৯ সালে এই পর্তুগিজ তারকাই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। তখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। রোনালদো রিয়ালে এসে জিতেছেন চারটি ব্যালন ডি’অর, তিনটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা। পরে অবশ্য ৯৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি তে জুভেন্টাসে পাড়ি জমান।

৭. গঞ্জালো হিগুয়াইন :  ২০১৬ সালের গ্রীষ্মে নাপোলিকে অবাক করে দেয় জুভেন্টাস। আর্জেন্টাইন স্ট্রাইকারের বাই আউট ক্লজের পুরোটাই দেয়ার জুভেন্টাসের সিদ্ধান্তটা অবাক করেছিল আরো অনেককেই। জুভেন্টাস ৯০ মিলিয়ন ইউরোতে দুই কিস্তিতে তাকে কিনেছিল।

৮. নেইমার :  নেইমার একমাত্র খেলোয়াড় যিনি সেরা দশ জনের তালিকায় দুবার আছেন। ২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ায় বার্সেলোনা। যেটি ছিল সবচেয়ে বড় এবং বিতর্কিত এক দলবদল। ৮৬.২ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছির বার্সা।

৯. রোমেলু লুকাকু :  গত বছরের জুলাইয়ে এভারটন থেকে পাঁচ বছরের ৮৪.৮ মিলিয়ন ইউরোর চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। ইউনাইটেডের জার্সিতে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৬ গোল করেছেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

১০. ভার্জিল ফন ডাইক :  সেরা দশে থাকা একমাত্র ডিফেন্ডার ডাইক। অর্থাৎ তিনিই বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। ডিসেম্বরের শেষ দিকে সাউদাম্পটন থেকে ডাইককে কেনা চূড়ান্ত করে লিভারপুল। ৮৪.৫ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায়।

আশ্চর্য হলেও সত্যি যে এই তালিকায় সময়ের সেরা ফুটবলার লিউনেল মেসির নাম নেই।


     এই বিভাগের আরো খবর