,

মৌলভীবাজারে আরও ২৮ জনের করোনা শনাক্ত

জেলায় মোট আক্রান্ত ৮৩৯

মৌলভিবাজার থেকে বদরুল আলম চৌধুরী : মৌলভীবাজারে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আর দিন দিন বড় হচ্ছে তালিকা।  ইতোমধ্যে জেলাটিতে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা আটশ ছাড়িয়েছে। গতকাল, শনিবার (১৮ জুলাই) রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে মৌলভীবাজারের ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলাটিতে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে রাজনগরে ২ জন, বড়লেখায় ১ জন, শ্রীমঙ্গলে ৪ জন, কুলাউড়ায় ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১২ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কোনো বাসিন্দা যদি সিলেটে গিয়ে নমুনা দেন তাহলে তার পরীক্ষার ফল সিলেটের সাথে গণনা করা হয়। সেক্ষেত্রে শনিবার (১৮ জুলাই) ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাই সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার থেকে প্রেরণকৃত নমুনার হিসেবে শনাক্ত হয়েছেন ২২ জন।
নতুন ২২ জনসহ বর্তমানে মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। এর মধ্যে সদরে ৩৩ জন, রাজনগরে ৫৯ জন, কুলাউড়ায় ১২৮ জন, বড়লেখায় ৬২ জন, কমলগঞ্জে ৮৮  জন, শ্রীমঙ্গলে ৮৭ জন, জুড়ীতে ৭২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩১০ জন রয়েছেন। শনাক্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন। বর্তমানে জেলাটিতে করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪২৮ জনে।
মোট সুস্থের মধ্যে সদরে ৯ জন, রাজনগরে ৩৩ জন, কুলাউড়ায় ৯৪ জন, বড়লেখায় ৪৭ জন, কমলগঞ্জে ৫৭ জন, শ্রীমঙ্গলে ৫৪ জন, জুড়ীতে ৫৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৮০ জন রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলাটির ১০ জন মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজনগরে ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ২ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় এখন বর্তমানে ৭৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১১৬ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ২৯ জন।


     এই বিভাগের আরো খবর