,

লন্ডনে মাদক ব্যবসার অভিযোগে বাঙালী যুবকের সাড়ে চার বছরের জেল

লন্ডন সংবাদদাতা : অবৈধ মাদক ব্যবসার অভিযোগে লন্ডনে এক বাঙালী যুবকে সাড়ে চার বছরে জেলদন্ড দিয়েছে এসেক্সের ব্যাসিলডন ক্রাউন কোর্ট। জানা যায়  ইস্ট লন্ডনের বেথনালগ্রীনের  রোমান রোড়ের বাসিন্দা ২১ বছর বয়সী ওয়াসিম হোসেন লন্ডনে একটি মাদক পাচারকারী দলের সদস্য, তার বাংলাদেশের ঠিকানা সিলেটের ওসমানী নগরে। গেল ২৭শে এপ্রিল, এসেক্স থেকে একটি প্রাইভেট  গাড়ি সহ তাকে আটক করে পুলিশ। এসময় তার  গাড়ি এবং শরীর তল্লাশ করে ওয়াসিমের কাছ থেকে  ক্লাস এ ড্রাগ হেরোইন এবং কোকেইন উদ্ধার করে পুলিশ। এছাড়াও তার কাছে  নগদ সাড়ে ৩শ পাউন্ড এবং একাধিক সিমকার্ড পাওয়া যায়। তার ব্যক্তিগত  মোবাইলে মাদক পাচারের  কয়েকটি  টেক্সটও ম্যাসেজও  খুজে পায় পুলিশ। আটকের সময় ওয়াসিম তার শরীরের গোপনাঙ্গে মাদক লুকিয়ে রাখার চেস্টা  করেছিল  বলে আদালতে স্বীকারোক্তি প্রদান করে। ১৫ জুলাই কোর্ট তার সাজার মেয়াদ ঘোষনা করে।  জেলদন্ডের পাশাপাশি ওয়াসিমকে পাঁচ বছরের জন্যে অপরাধীর তালিকায় রাখতে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও ওয়াসিম কোন দিন একটির বেশি মোবাইল এবং সিমকার্ড ব্যবহার করতে পারবেনা বলে আদালত রায় দেয়। মোবাইলটি  অবশ্যই তার নামে রেজিস্টার হতে হবে এবং পুলিশকে তার মোবাইলের আইএমইআই নাম্বার এবং সিমের সিরিয়াল নাম্বারও সরবরাহ করতে হবে। আর নিজের নামে রেজিস্টার এবং ইন্স্যুরোন্স না হলে ঘর এবং গাড়ির চাবিও সে বহন করতে পারবে না। সাজা শেষে জেল থেকে বের হওয়ার পরও  সে কোনদিন  নিকটাত্মীয় ব্যতিত কারো  সাথে মেলামেশা করতে পারবে না বলে আদালত নির্দেশ দিয়েছে।


     এই বিভাগের আরো খবর