,

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক মুন্নাকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রধান সড়কের বাণিজ্যিক এলাকার জলযোগ মিষ্টান্ন ভান্ডারের সামন থেকে দিনে দুপুরে প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনায় আটককৃত মুন্না সুত্রধর কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ১৮ মে ওই সড়ক দিয়ে পোদ্দার বাড়ি এলাকার মের্সাস এম.এ.আই এন্ড কোম্পানীর ম্যানেজার জসিম উদ্দিন ২ লাখ ৩৯ হাজার ৫শ ৩০ টাকা নিয়ে ডাকঘর এলাকার পূবালী ব্যাংকে যাবার জন্য টমটমযোগে রওয়ানা হন। দুপুর বারোটার সময় মুন্নাসহ কয়েকজন ছিনতাইকারী টমটম থেকে জসিমের হাতে থাকা ব্যাগে রক্ষিত টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয় লোকজন মুন্নাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে চিরাকান্দি এলাকার লনি কান্ত সূত্রধরের পুত্র। এসময় তার সাথে থাকা অপর সহযোগিরা পালিয়ে যায়। আটক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর