,

পরিবর্তন আসছে ওয়ানডে ক্রিকেটে

ডেস্ক রিপোর্ট : বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা যেন একক আধিপত্য বিস্তার করেছে। ফলে কমে যাচ্ছে বোলারদের ভূমিকা। সেই সঙ্গে নষ্ট হচ্ছে ব্যাট-বলের ভারসাম্য। তবে ব্যাটসম্যানদের আধিপত্য কমিয়ে ব্যাট-বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে ওয়ানডে ক্রিকেটে বেশ কিছু নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটিতে। এত দিন ৫০ ওভারেরখেলায় প্রথম ১০ ওভারে ১৫ গজের বৃত্তে দুজন ফিল্ডার রাখা বাধ্যতামূলক ছিল। তবে এবার বাতিল করা হচ্ছে এই নিয়ম। এখন ওয়ানডে প্রথম ১০ ওভারে ৩০ গজের বাইরে ২ জন, ১১ থেকে ৪০ ওভারের মধ্যে ৪ জন এবং শেষ ১০ ওভারে ৫ জন ফিল্ডার রাখা যাবে। সেই সঙ্গে বাতিল হবে ব্যাটিং পাওয়ার প্লে। এ ছাড়া এত দিন শুধু ওভার স্টেপিং নো বলের জন্য ফ্রি-হিট দেওয়া হলেও এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ধরনের নো বলেই ফ্রি-হিট হবে। সোমবার মুম্বাইয়ে ক্রিকেট কমিটির দুই দিনের সভা শেষে এসব সুপারিশ করা হয়। এখন আইসিসির প্রধান নির্বাহী কমিটি (সিইসি) প্রস্তাবগুলো অনুমোদন দিলেই তা কার্যকর হবে। আগামী ২২ থেকে ২৬ জুন বার্বাডোজে আইসিসির বার্ষিক সাধারণ সভা বসবে। সেখানেই ক্রিকেট কমিটির সুপারিশগুলো অনুমোদন হতে পারে।


     এই বিভাগের আরো খবর