,

নবীগঞ্জে আরো ৩জনের করোনা শনাক্ত

জাবেদ ইকবাল তালুকদার : নবীগঞ্জের আরো ৩জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমন পাওয়া গেছে। গতকাল, ২৬জুলাই দুপুরে এ রিপোর্ট আসে। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১৩১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছিলো। এখন পর্যন্ত নবীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৩৪জন। গতকাল আক্রান্ত ৩জনের মধ্যে রয়েছেন ১জন শিবপাশা এলাকার ব্যাংক কর্মকর্তা, বাজখাসরা এলাকার ১ জন ও শুভেচ্ছা সেন্টার এলাকার ১ জন।

নবীগঞ্জ থেকে এখন পর্যন্ত ১০৫৯জনের নমুনা সংগ্রহ করে ল্যাভে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৩৪জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ও ৮০২ জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮১জন সুস্থ হয়েছেন এবং ১জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের টি.এইচ.ও ডা. আব্দুস সামাদ দৈনিক হবিগঞ্জ সময়কে এসব তথ্য জানান।

তিনি আরো বলেন, নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন।নিজের ও পরিবারের কথা ভেবে সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন।


     এই বিভাগের আরো খবর