,

বিবস্ত্র যুবকের মাস্ক পরে লন্ডনের রাজপথ প্রদক্ষিন এটি রশিকতা না নীরব প্রতিবাদ!

মতিয়ার চৌধুরী-লন্ডন থেকে : পড়নের পোষাক খুলে বিবস্ত্র অবস্থায় মাস্ক পরে এক যুবককে লন্ডনের রাজপথ প্রদক্ষিন করতে দেখা গেছে। আর পথাচারীদের অনেকেই মোবাইল দিয়ে তার ছবি তুলেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে সেন্ট্রেল লন্ডনের ব্যস্ততম এলাকা অক্সফোর্ড স্ট্রিটে। অনেকেই এই দৃশ্যিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।বিশ্বের প্রতিটি দেশে করোনা প্রতিরোধে যখন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক তখন আইনের দেশ বলে খ্যাত বৃটেনে এমন দৃশ্য দেখা গেল। বৃটেনে কেউ মাস্ক না পড়লে এক‘শ পাউন্ড জরিমানার বিধান করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ গণপরিবহন বাস-ট্রেনে উঠতে পারবেনা,শপিংমলে প্রবেশ করতে পারবেনা,ঠিক এমনই এক পরিস্তিতিতে এই যুবকের ব্যস্ততম রাস্তা প্রদক্ষিন করা দেখে হতভম্ব হয়ে অনেকেই তাকিয়ে ছিলেন তার ছিলেন তার দিকে।তবে কি কারণে এই যুবক এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। এটি কি নিছক রশিকতা না নীরব প্রতিবাদ এমন প্রশ্ন অনেকের? কে এই যুবক তার পরিচয় কি তা এখনও অস্পষ্ট।


     এই বিভাগের আরো খবর