,

বানিয়াচংয়ে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে দাঙ্গা সন্ত্রাস পারিবারিক নির্যাতন বাল্যবিবাহ ইভটিজিং জুয়া মাদক প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ সংখ্যান্ত বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় সদরের আদর্শবাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। আদর্শবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মছলন্দ আলীর সভাপতিত্বে ও এস আই ছাত্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহাম্মদ লস্কর, সাধারন সম্পাদক সেরুজ্জামান খান বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান ঠাকুর, ইউপি সদস্য জাহেদ মিয়া,ব্যবসায়ী ফারুক ঠাকুর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন বলেছেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম স্যারের দিক নির্দেশনায় আমিসহ বানিয়াচং থানা পুলিশ সকল প্রকার অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে। পুলিশই জনতা জনতাই পুলিশ এশ্লোগানকে সামনে রেখে সারাদেশে আইজি স্যারের নির্দেশে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ কাজ করছে। বাজারসহ যে কোন এলাকায় কোন ধরণের অপরাধ সংঘঠিত হওয়ার আশংকা দেখা দিলেই থানায় খবর দিন। সন্ধান দাতাদের পরিচয় গোপন রেখে তাৎক্ষনিক অপরাধীদের গ্রেফতার করে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড প্রদানের ব্যবস্থা করা হবে। লুডু, গাপলা,তাসসহ যে কোন উপায়ে জুয়া খেলা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যেকোন ধরনের নেশা দ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন কারীদের তথ্য সংশ্লিষ্ট বিট অফিসার অথবা আমাকে জানাবেন। মাদকের বিষয়ে আমরা জিরোট্রলারেন্স। সকল ধরণের অপরাধিদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর